ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা পিছিয়ে ১ থেকে ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। একই সাথে ভর্তি আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর থেকে বাড়িয়ে ১৯ নভেম্বর করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই তারিখে নির্ধারণ হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা ২৫-২৯ নভেম্বর থেকে পিছিয়ে ১-৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। একই সাথে ভর্তি আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর থেকে বাড়িয়ে ১৯ নভেম্বর করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৭/আরাফাত