রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসা চক্রের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাবি শাখা ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া লিখিত বক্তব্যে বলেন, গত ০৯ নভেম্বর কয়েকটি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের বরাত দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১১জন নেতাকর্মীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসা চক্রের সাথে সংশ্লিষ্ট থাকার যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণরুপে ভিত্তিহীন। আমরা বাংলাদেশ ছাত্রলীগ রাবি শাখা এ ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।
সেই সাথে আমরা লক্ষ্য করেছি যে, কিছু শিক্ষককেও এর মধ্যে জড়ানো হয়েছে। আমরা মনে করি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র এরকম হীন ও ঘৃণ্য কাজের সাথে জড়িত থাকতে পারে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদন যদি ঠিক থাকে তাহলে ওই প্রতিবেদন তৈরির পেছনে কার হাত রয়েছে তা ক্ষতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাবি উপাচার্যের প্রতি অনুরোধ জানান। সরকারকে বিব্রত করতেই ওই ধরনের প্রতিবেদন করা হয়েছে বলে দাবি করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদন যদি সত্য হয়েও থাকে তাহলে অভিযুক্ত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান রুনু।
সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এহসান মাহফুজ, সাদ্দাম হোসেন, মাহফুজ আল আমিন, মিজানুর রহমান সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ