বাংলাদেশ সফর করে গেলেন 'টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল’ এর সিইও ড্যানিয়েল। ঢাকা টোস্টমাস্টারস ক্লাবের আয়োজনে সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল’ এর সিইও ড্যানিয়েল রেক্স একটি ‘ওপেন হাউস ইন্টের্যাকশন’ পরিচালনা করেন। এর সহ-আয়োজক হিসেবে ছিল ‘লিডস টোস্টমাস্টারস ক্লাব ও ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি টোস্টমাস্টারস ক্লাব’।
‘টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল’ একটি আন্তর্জাতিক শিক্ষা-সংগঠন যা প্রত্যেকের মাঝে নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করে। এর সদর দপ্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার ‘রানচো সানটা মারগারিতা’ শহরে অবস্থিত। ১৬,৪০০টি ক্লাব এবং ১৪১ টি দেশ মিলে ৩,৫২,০০০ এরও বেশি মানুষ এই সংগঠন এর সদস্য। ১৯২৪ সাল থেকে ‘টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল’ মানুষ কে সাহায্য করে আসছে নিজেকে আত্মনির্ভরশীল বক্তা ও নেতা হিসেবে গড়ে তুলতে।
বাংলাদেশে বর্তমানে ৫ টি টোস্টমাস্টারস ক্লাব কার্যকর আছে। সেগুলো হচ্ছে, চিটাগাং স্পিকারস ক্লাব, চিটাগাং টোস্টমাস্টারস ক্লাব, ঢাকা টোস্টমাস্টারস ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি টোস্টমাস্টারস ক্লাব এবং লিডস টোস্টমাস্টারস ক্লাব।
‘ওপেন হাউস ইন্টের্যাকশন’ এ ড্যানিয়েল রেক্স বলেন, টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল এর লক্ষ্য হচ্ছে প্রত্যেককে ক্ষমতায়ন করা নিজের মাঝে সুবক্তার ও কার্যকর নেতৃত্বের দক্ষতা গড়ে তুলতে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা সদস্যরা তাদের নিজ নিজ টোস্টমাস্টারস ক্লাব এর কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের মাঝে গড়ে তুলে নেতৃত্বের দক্ষতা ।
ড্যানিয়েল রেক্স আরও জোর দেয় ‘মেন্টর ভিত্তিক শিক্ষার পরিবেশ’ এর উপর যা প্রতিটি টোস্টমাস্টারস ক্লাব এ দেখতে পাওয়া যায়।
এরিয়া কে৫ ডিরেক্টর মুহাম্মাদ হাবিবুল ইসলাম মনে করেন ‘টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল’ এর সিইও এর আগমন বাংলাদেশের জন্য এক বেশ গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি মনে করেন বাংলাদেশে বর্তমানে টোস্টমাস্টারস এর যে প্রসার হচ্ছে সেক্ষেত্রে এই ঘটনা এক অভাবনীয় প্রভাব ফেলবে। তার আগের সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ডিস্ট্রিক্ট কনফারেন্সে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম বারের মতো বাংলাদেশ এর পতাকা উত্তোলন করার গর্বিত মুহূর্তের কথা ও বলেন তিনি।
টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল প্রতি বছর ‘ওয়ার্ল্ড পাব্লিক স্পিকিং চ্যাম্পিয়নশিপ’ আয়োজন করে যেখানে সারা বিশ্ব থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য প্রতিযোগীদের নিজ নিজ ক্লাব, এরিয়া, ডিভিশন, ডিস্ট্রিক্ট পর্যায় পার করে আসতে হয়। টোস্টমাস্টারস এর লিডাররা মনে করেন খুব শীঘ্রয়ই বাংলাদেশের কেউ না কেউ আন্তর্জাতিক মঞ্চে গিয়ে বাংলাদেশকে তুলে ধরবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন