রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি জালিয়াতিতে জড়িতদের শাস্তির দাবিতে সাধারণ ছাত্রের ব্যানারে আজ দুপুর সাড়ে ১২টায় শেখ রাসেল চত্বরে কিছু ছাত্র মানববন্ধন করার চেষ্টা করে।
এসময় মানববন্ধনের খবর শোনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরিয়াল বডির দুইজন সদস্য ড. আবু কালাম মু. ফরিদ উল ইসলাম (প্রক্টর, চলতি দায়িত্ব) এবং শামসুজ্জামান (সহকারি প্রক্টর) এসে বাঁধা প্রদান করেন।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন হাবিবুর রহমান, পোমেল বড়ুয়া, ফিরোজ রহমান, শাহ রতন প্রমুখ।
সাধারণ ছাত্রদের মধ্যে পরিচয় জানাতে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, আমরা ভর্তি জালিয়াতিতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছিলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুইজন সদস্য এবং ছাত্রলীগের কয়েকজন নেতা এসে বাধা প্রদান করেন।
এ বিষয়ে প্রক্টর আবু কালাম মু. ফরিদ উল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কোন প্রোগ্রাম করতে হলে প্রক্টর অফিস এবং বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন অফিস থেকে অনুমতি নিতে হয়। কিন্তু সাধারণ ছাত্রের ব্যানারে অনুমতি ছাড়াই মানববন্ধনের চেষ্টা করলে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান