এশিয়ার সেরা ৩৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কততম অবস্থানে রয়েছে তা জানা যায়নি। আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় এক সম্মেলনে অনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিংয়ের অবস্থান কথা জানানো হবে।
লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন' এ তালিকা তৈরি করেছে। এ র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ায় মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে সংস্থাটি থেকে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫-৭ ফেব্রুয়ারি ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।তিন দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট/উপাচার্য অংশগ্রহণ করবেন। সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব