ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন। মঙ্গলবার বেলা ১১টায় থিওলজি অনুষদের ডিন অফিসে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য তিনি ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. রহিম উল্যাহর সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. আবুল বারাকাত মো. ফারুক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ, আইন ও মুসলিম বিধান অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. লোকমান হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম নূরী, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ফারুক আহমদ, প্রফেসর ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দীকী, প্রফেসর ড. এ. বি. এম ফারুক, প্রফেসর ড. এম এয়াকুব আলী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. আবুল কালাম পাটওয়ারী, প্রফেসর ড. মুহম্মদ সোলায়মান, প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, প্রফেসর ড. মো. ইকবাল হোছাইন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ. খ. ম. ওয়ালী উল্ল্যাহ, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে নতুন ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইনকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. আবুল বারাকাত মো. ফারুককে বিদায়ী ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন বিশ্ববিদ্যালয় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক। তিনি নড়াইল শাহবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও কামিল পরীক্ষায় বোর্ড স্টান্ড করেন। তিনি মাদ্রাসা আলীয়া ঢাকা থেকে কামিল ফিকহ ও কামিল আদী প্রথম শ্রেণিতে পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসালামিক স্টাডিজ বিভাগ থেকে স্বর্ণপদকসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে সহকারী, ২০০০ সালে সহযোগী ও ২০০৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি ১৯৯৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করে।
এর আগে তিনি বিভাগীয় সভাপতি, হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় আইআইইআরের রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব হস্তান্তর শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের পরিচালনা করেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ফারুক আহমদ।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম