ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকার আমাগীকাল ১০ জানুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের মেধাতালিকায় ৭০৬টি আসন শূন্য থাকায় বুধবার থেকে পাঁচটি অনুষদের অধীনে মোট ৮টি ইউনিটে অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার শুরু হবে।
৭০৬টি শূন্য আসনের মধ্যে ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১৪টি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ২৩১টি, ‘সি’ ইউনিটে ১০৯টি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৭৪টি, ‘ই’ ইউনিটে ৪৬টি ও ‘এফ’ ইউনিটে ৩৯টি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ৯৯টি এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ৯৫টি আসন খালি রয়েছে বলে জানা গেছে।
মেধাতালিকায় ৭০৬টি আসন শূন্য থাকা সাপেক্ষে ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামীকাল ১০ তারখি বেলা ১১টায়।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার ১০ জানুয়ারি সকাল ১০টায়, ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ও ‘ই’ ইউনিটের সাক্ষাৎকার ১০ জানুয়ারি সকাল ১০টায়, ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিট এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি সকাল ১০টায়। প্রতিটি ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর অফিস কক্ষে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
গত ২০ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের মেধাতালিকা হতে ভর্তি কার্যক্রম শেষ হয়। মেধাতালিকা হতে ভর্তির পরও বিভিন্ন বিভাগে মোট ৭০৭টি আসন শূন্য রয়েছে। মেধাতালিকায় ভর্তির পর আসন শূন্য থাকায় বুধবার (১০ জানুয়ারি) থেকে অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার শুরু হবে। অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব