রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
মঙ্গলবার বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
গণিত বিভাগের অধ্যাপক আর এম হাফিজুর রহমান সেলিমকে সভাপতি এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমানকে সাধারণ সম্পাদক, কমলেশ চন্দ্র রায়কে সহ-সভাপতি, অবিনাশ সরকারকে যুগ্ম সম্পাদক, নুরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক ও মাসুদার রহমানকে দপ্তর সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
পরে বিকেল ৩টায় নবগঠিত কমিটির সকলে রংপুরের ডিসির মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর