জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টা থেকে পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ, বঙ্গবন্ধু হল ও ছাত্রলীগ।
এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হরুন উর রশিদ আসকারীর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা রেব হয়। শোভাযাত্রাটি প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ এসে শেষ হয়। পরে বিশ্বদ্যালয়র পক্ষ থেকে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কেষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহাসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এদিকে, বেলা সোয়া ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল প্রভোস্ট অধ্যাপক ড. শাহদাৎ হোসেন আজাদের নেতৃত্বে হলের শিক্ষর্থীদের সমন্বয়ে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি হল থেকে শুরু হয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে আনন্দ শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের আসাসিক শিক্ষক সহকারী অধ্যাপক বখতিয়ার হাসান, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন আহমেদ সজল, আলমগীর হোসেন আলো, নূরুল আলম, ইকবাল হোসাইন রুদ্র, শাহানুর আলম, রিজভী আহম্মেদ পাপন, ফাহিমুর রহমান সেতু, মিজানুর রহমান লালন, নিজাম উদ্দিন, শাওন, রিয়নসহ নেতাকর্মীরা। শ্রদ্ধাঞ্জলি শেষে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৮/মাহবুব