দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। আজ বুধবার রাঙামাটির স্থানীয় একটি রেস্তোরায় এক সংবাদ সন্মেলনে সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না এ দাবি জানান।
সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোন নিয়ম নীতি না মেনে বর্তমান ভিসি স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। যে কারণে গত তিন বছরে এ বিশ্ববিদ্যালয় ক্রমেই অচল হয়ে পড়ছে। তিনি ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমার অপসারণ করে একজন দক্ষ ভিসি নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুল আল মামুন, সদস্য কাজী মোহাম্মদ জালোয়ার ও জাহাঙ্গীর কামাল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার