গাজীপুর জেলার কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ৩০ ও ৩১ মার্চ।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে উদযাপন কমিটি রেজিস্ট্রেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশন এর শেষ সময় ১৫ ফেব্রুয়ারি।
গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজিলা এবং নরসিংদী জেলার শিবপুর, পলাশ ও মনোহরদী উপজিলার সংযোগস্থলে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি অবস্থিত।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ ছাড়াও থাকছে সেমিনার, পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। অনুষ্ঠান উপলক্ষে পুরো এলাকাকে মনোরম সাজে সজ্জিত করা হবে, থাকবে আতশবাজির ঝলকানি। প্রকাশ করা হচ্ছে সুভ্যেনির। ইতিমধ্যে সুভ্যেনির এর জন্য লেখা সংগ্রহের কাজ চলছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা যে কেউ তাদের লেখা জমা দিতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করার জন্য সাবেক শিক্ষার্থীদের অনুরোধ করেছেন উদযাপন কমিটির সভাপতি আজগর রশীদ খান ও সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ : ঢাকা- মাসুদ ( ০১৯১১৮৭০০৭৭) হাসান (০১৭১০৫০৭০৮২) আলী মনসুর(০১৭১১২৭৫৯৯০), গাজীপুর - রাসেল (০১৭১২১০৫১৪১) নরসিংদী- তারেক (০১৯১৩৩৯৫৪১২), কাপাসিয়া - সুমন (০১৭১২৫৮১০৭৭) কালীগঞ্জ - শামীম মাস্টার (০১৭১৫৭১২১৬৭)।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আশা করি ঐতিহ্যবাহী এই স্কুলের ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় রূপ নিবে এই অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন