ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ সোমবার ঢাবি ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ভোট গণনা শুরু হয়। বিকাল ৫টার দিকে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে দলে দলে ভোটার এসে স্ব-স্ব কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পরিচিতজনদের সঙ্গে আড্ডা, গল্পে মেতে ওঠেন।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ফারজানা