রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা।
সোমবার সকাল সাড়ে ৬টায় মঙ্গল প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় বাণী অর্চনা-১৪২৪। বিশ্ববিদ্যালয়ের ১নম্বর খেলার মাঠে বেরোবি সনাতন পরিবার সরস্বতী পূজার আয়োজন করে। দিনব্যাপী আয়োজনের বিভিন্ন পর্যায়ে প্রতিমা স্থাপন, প্রদীপ প্রজ্জ্বলন, ঘট স্থাপন, পুষ্পাঞ্জলি অর্পন এবং প্রসাদ বিতরণের মধ্যদিয়ে চলা বাণী অর্চনা-১৪২৪ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ মুখতার ইলাহী হল-এর সনাতন শিক্ষার্থীরাও আলাদা আলাদা বাণী অর্চনার আয়োজন করে। এসময় উপাচার্য পূজা অর্চনায় উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর প্রভোস্ট ও সদ্য নির্বাচিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হল-এর সহকারী প্রভোস্ট ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. রশীদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং পূজা আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
দিনব্যাপী পূজা আয়োজনের সন্ধায় প্রার্থনা ও আরতি এবং প্রতিমা বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিডিপ্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান