জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে খাবারের দাম কমানো এবং বাসের ডাবল ট্রিপ চালুর দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ভাস্কর্য চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মেহেরাব আজাদের সভাপতিত্বে ও স্কুল সম্পাদক সমিত ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকারসহ অন্যান্য নেতারা।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন যাবৎ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যান্টিনে খাবারের দাম কমানো ও মান বাড়ানোর কথা বলে আসছে। তখন প্রশাসন প্রগতিশীল ছাত্রসংগঠন সমূহের সাথে ক্যান্টিন নিয়ে আলোচনায় বসে। প্রগতিশীল ছাত্রসংগঠন গুলো প্রশাসনের কথামত সকল বিশ্ববিদ্যালয়ের খাবারের রেডচার্ট দেয়া সত্ত্বেও ট্রেজারারের নেতৃত্বে গঠিত টিম ক্যান্টিনে খাবারের দাম কমানোসহ মান বাড়ানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তাই অবিলম্বে ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকিসহ ২০ টাকায় ডাল-ভাত-ডিমের ব্যবস্থা করার আহবান জানান।
বক্তারা আরো বলেন, আবাসন সুবিধা না থাকায় শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান করে। কিন্তু পরিবহন সুবিধা ভোগ করতে পারে মাত্র ৭ ভাগ শিক্ষার্থী। অথচ গত ১০ বছরে শুধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেই পরিবহন খাতে ৮ কোটি টাকা আদায় করা হয়েছে। ভাড়া বাসের খরচ নিজস্ব বাসের চেয়ে ২.৫ গুণ বেশি হওয়ার পরও নিজস্ব বাস কেনার দাবি বারবার উপেক্ষিত হয়ে আসছে। অপরদিকে বিভিন্ন সময়ে গণ পরিবহনের কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের বাক-বিতন্ডার মতো অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হতে হয়। সেই ধরনের অপ্রীতিকর অবস্তা এড়াতে শিক্ষার্থীদের সুবিধার্থে বাসের ডাবল ট্রিপচালুকরা এখন সময়ের দাবি। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনতিবিলম্বে বাসের ডাবল ট্রিপ চালু করার দাবি জানান তারা। অন্যথায়, শিক্ষার্থীদের সাথে নিয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার