রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাধেশ্যাম বিশ্বাসকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক দেবরাজ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাধেশ্যাম বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪০ তম আবর্তনের শিক্ষার্থী। তিনি শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র হলেও সাভার এলাকায় থাকতেন।
জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজিরা দিতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালতের সামনে জড়ো হন। বেলা ১২টার দিকে সেখান থেকে আট নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক দেবরাজ চক্রবর্তী জানান, আটককৃতদের মধ্যে জাবি ছাত্রদল নেতা রাধেশ্যাম বিশ্বাস, আশুলিয়া থানা ছাত্রদল নেতা আবু হানিফ লিপু ও লালবাগ থানা ছাত্রদল নেতা রহমতুল্লাহ এই তিন জনকে শাহবাগ থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। বুধবার তাদেরকে আদালতে তোলা হয়। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে নিম্ন আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল