২৮ জানুয়ারি, ২০১৮ ১৭:০০

রাবিতে র‌্যাগিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবিতে র‌্যাগিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের নামে অমানবিক নির্যাতনের প্রতিবাদ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন বাংলাদেশ। 

রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ছাত্র অধিকার বিষয়ক এই সংগঠনটি।
 
আহ্বায়ক কমিটির সদস্য জাবেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ও রাবি লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক শাহীন জোহুরা।

স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের আহ্বায়ক কে এ এম সাকিব বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে র‌্যাগিং নামক অপসংস্কৃতি দূর করতে হবে। শিক্ষার্থীদের মাঝে র‌্যাগিং ভীতি দূরীকরণে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে যেন কোনো নবীন শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে বাধ্য না হয়।  

মানববন্ধনে অন্যদের মধ্যে সদস্য সচিব ফজলে রাব্বি তমাল, সদস্য সাঈদ সজল, মাজহারুল ইসলাম, রিপন মাহমুদ, মিরাজ ইসলাম, জান্নাতুন নাঈম মিতু, তাজরিন আহমেদসহ প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর