২৯ জানুয়ারি, ২০১৮ ১৬:৫৬

'ইসলামী বিশ্ববিদ্যালয়ে ত্রিমাত্রিক অগ্রযাত্রা ঘটছে'

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

'ইসলামী বিশ্ববিদ্যালয়ে ত্রিমাত্রিক অগ্রযাত্রা ঘটছে'

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ে একাধারে শিক্ষা, গবেষণা, ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনে ত্রিমাত্রিক অগ্রযাত্রা ঘটছে। পূর্ণাঙ্গ মানুষ তখনই গড়ে ওঠা সম্ভব যখন একাধারে এই ত্রিমাত্রিক অঙ্গনের পূর্ণ দখল থাকবে। আমরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একাডেমিক বিভাগ চালু করতে চাই।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে আন্ত:বিভাগ ও আন্ত:হল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান বাদলার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল রানা, ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র প্রমুখ।

এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র এক্সটার্নাল পিয়ার রিভিউ টিমের সাথে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর