বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নিতে ব্যতিক্রমধর্মী উদ্বোধনী সমাবর্তন এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুলিশফাঁড়ি মাঠে এ উদ্বোধনী সমাবর্তন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় তথ্য ও জনসংযোগ দপ্তর থেকে জানা যায়, এ বছর নবীন শিক্ষার্থীদেরকে বরণ করতে ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও স্থানীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ, নতুন শিক্ষার্থীদের বরণ, অভিভাবক সমাবেশ, আলোচনা অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা যায়, উদ্বোধনী সমাবর্তন অনুষ্ঠানে প্রত্যেক অনুষদ এবং বিভাগের জন্য ভিন্ন ভিন্ন পতাকা থাকবে। অনুষদের ডিন অনুষদের পতাকা এবং বিভাগীয় প্রধানগণ নিজ নিজ বিভাগের পতাকা উত্তোলন করবেন। পতাকা উত্তোলন শেষে নবীনদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রার পূর্বে নবীনদের বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত লাল টি-শার্ট ও বিশেষ ক্যাপ প্রদান করা হবে। অনুষ্ঠানে বসার জন্য প্রত্যেক শিক্ষার্থী এবং তার অভিভাবকের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ থাকবে।
এছাড়া নবীন শিক্ষার্থীকে সমাবর্তনে প্রবেশের পূর্বেই তাদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদান করা হবে। সেই আইডি কার্ড দেখিয়ে নবীন শিক্ষার্থীদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে। তবে আগের বছর ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ আয়োজনের বহির্ভূত বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, নবীনবরণ অনুষ্ঠানকে ‘উদ্বোধনী সমাবর্তন’ করায় বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে নানা বিতর্ক। নতুন শিক্ষার্থীদের মাঝেও এনিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্য সচিব তাবিউর রহমান প্রধান বলেন, ‘এবার নবীনদের বরণে আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি। ব্যাতিক্রমী আয়োজনের মাধ্যমে নবীনদের বরণ করা হবে।’ এবারের নবীন বরণ অনুষ্ঠান সবার কাছে ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবে দেশের বিখ্যাত ব্যান্ডদল ‘জলের গান’।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ