কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান জানান, মঙ্গলাবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রফেসর ড. এমরান কবির চৌধুরীকে এ নিয়োগ দেয়া হয়। আগামী দিন ৩১ জানুয়ারি তাকে কর্মস্থলে যোগ দেয়ার কথা বলা হয়েছে।
এমরান কবির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষক। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।
উল্লেখ্য, ২০১৭ সালের দুই ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রসেফর ড. আলী আশ্রাফের মেয়াদ শেষ হলে তখন থেকে পদটি শূন্য হয়।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল