রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থীকে র্যাগিংয়ের সঙ্গে জড়িত একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমীনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে বহিষ্কারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা ক্রুপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল-আমীনকে শিবির ক্যাডার হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘উপাচার্য আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। ক্যাম্পাসে র্যাগিংয়ের মত ঘটনা ঘটুক আমরা তা চাই না। এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি হওয়া প্রয়োজন। শিবির নেতা আল আমীনসহ তাকে যারা শেল্টার দিচ্ছে সেই সকল শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি গত বৃহস্পতিবার ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রথমবর্ষের চার শিক্ষার্থীকে অমানবিক র্যাগ দেয় বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এদিন দুপুর বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদেরকে র্যাগ দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে পরের দিন ২৬ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনে ‘রাবি শিক্ষার্থীকে অমানবিক র্যাগ, আতঙ্কে ক্যম্পাস ত্যাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকেই রাবিসহ পুরো বাংলাদেশে র্যাগিংয়ের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন ও জড়িতদের শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল