খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল'র (আইকিউএসি) উদ্যোগে একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফার্মেসি, রসায়ন, ইলেক্ট্রোনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেয়। আজ বুধবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুবি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, প্রাচীন আমলে বিশ্ববিদ্যালয়সমুহ মূলত থিয়োলোজি চর্চাকে কেন্দ্র করে গড়ে ওঠে। বর্তমানে বিশ্ববিদ্যালয় হচ্ছে বহুজ্ঞান চর্চার জায়গা। বিশ্ববিদ্যালয় জ্ঞানের বিতর্ক উৎসাহিত করে, গণতন্ত্র চর্চার জায়গা করে দেয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রফেসর ড. মো. রেজাউল হক, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, প্রফেসর ড. আশীষ কুমার দাস।
বিডি প্রতিদিন/এ মজুমদার