ট্রেনে কাটা পড়ে দুপা হারানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ছাত্রী রুবিনা আক্তারকে দুই লাখ টাকার অনুদান দিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। জবি ছাত্রলীগের ঐকান্তিক প্রচেষ্টায় আজ দুপুরে রেল ভবনে রুবিনার মায়ের হাতে নগদ অনুদান তুলে দেন তিনি।
এসময় জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল উপস্থিত ছিলেন।
অনুদানের টাকা তুলে দেওয়ার পর মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং রুবিনার কৃত্রিম পা লাগানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগিতার আশ্বাস দেন। ভবিষ্যতেও রুবিনার জন্য প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবেন বলে অঙ্গিকার করেন।
রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, রুবিনার দুপা হারানোর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তার সর্বোচ্চ সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ অসহায়, বিপদগ্রস্থ শিার্থীদের পাশে দাড়িয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রুবিনার জন্য আমরা যা যা করার দরকার তাই করার ব্যবস্থা নিয়েছি। তার স্বাভাবিক জীবনে ফেরা পর্যন্ত পাশে থাকবো আমরা।
গত রবিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনের নিচে মাথা ঘুরে পড়ে গিয়ে দুই পা হারান রুবিনা আক্তার (২৩)।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন