ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আজ বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে আইকিউএসি’র সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবহানের সভাপতিতে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ভারতের হায়দারাবাদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক অশোক কুমার হুই।
কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ইংরেজি ৫৩টি দেশের অফিসিয়াল ভাষা। তথ্য প্রযুক্তির এ যুগে ইংরেজি ভাষার কোন বিকল্প নেই। তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব অনেক। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ইংরেজি ব্যবহৃত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দক্ষতা সম্পন্ন অনেক শিক্ষক আছেন। আশা রাখি তাঁরা এ দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার মাধ্যমে ইংরেজির প্রসার ঘটাবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার