বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘উদ্বোধনী সমাবর্তনে’র মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নবীনদের কেন্দ্রীয় ভাবে ও বিভাগ ভিত্তিক বরণ করে নেয়া হয়।
বুধবার সকাল সাড়ে দশটায় ক্যাম্পাসের ১ নং খেলার মাঠে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে নবীন বরণের কর্মসূচি শুরু হয়। জাতীয় সঙ্গীতের পর নবীনদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এর আগে নবীন শিক্ষার্থীদের মাঝে লাল রংয়ের টি-শার্ট, ক্যাপ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বিতরণ করা হয়।
শপথ গ্রহণ শেষে বিভাগীয় প্রধানদের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আবার নির্দিষ্ট স্থানে এসে নিজ নিজ আসন গ্রহণ করেন শিক্ষার্থীরা। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার। স্বাগত বক্তব্য শেষে ফুল দিয়ে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, বিএনসিসি, রেঞ্জার্স বাহিনী এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। শুরু হয় আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।
প্রধান অতিথি নবীনদের উদ্দেশ্যে বলেন, “অনেক প্রতিযোগিকে পেছনে ফেলে তোমরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পেয়েছো। তোমরা এখন উচ্চ শিক্ষার রুটে উঠেছো। তোমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে নিজেদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ-জাতির কল্যাণে নিয়োজিত করতে হবে। তোমরা পড়ালেখার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জল করবে”।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “যে আঙ্গিকে উদ্বোধনী সমাবর্তনের নামে নবীনবরণ করা হচ্ছে তার কনসেপ্ট একেবারেই নতুন। বাংলাদেশে এর আগে কোন প্রতিষ্ঠান এভাবে নবীন বরণ করেনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ। আজকের দিন থেকেই তোমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর সোপান তৈরি করবে। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। তোমাদেরকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া কোন বাধাকেই জয় করা সম্ভব নয়। তিনি আরও বলেন, তোমাদেরকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা ও শ্রমকে কাজে লাগাতে হবে”।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ আল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলা অনুষদের ডিন ড. পরিমল চন্দ্র বর্মণ, বিজনেস অনুষদের ডিন ফেরদৌস রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মো: ফরিদ উল ইসলাম, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য সচিব তাবিউর রহমান প্রধান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল কেষ। এসময় নবীনদের মধ্যে বক্তব্য দেয় লোক প্রশাসন বিভাগের রেজওয়ানুল আনাম এবং মার্কেটিং বিভাগের নাহিয়ান ফারজানা।
কেন্দ্রীয়ভাবে বরণ শেষে স্ব স্ব বিভাগে আবারো ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিটি বিভাগে এসে বিভাগীয়ভাবে নবীন বরণে বক্তব্য রাখেন। এতে সংশ্লিষ্ট বিভাগগুলোর বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক মন্ডলী এবং সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে নবীন বরণ উপলক্ষে বুধবার বিকেল ৫ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে জলের গান পরিবেশন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন