ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/নাতি-নাতনি নির্বাচন উপ-কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক ভাবে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত ১১ টায় মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/নাতি-নাতনি নির্বাচন উপ-কমিটি ২০১৭-১৮ এর আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী কর্তৃক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির নিমিত্তে গঠিত মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/নাতি-নাতনি নির্বাচন উপ-কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিকভাবে এ ফলাফল প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই ফলাফল সংশোধন, সংযোজন ও বিয়োজন করার এখতিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
উক্ত কোটায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে আগামী ০৫-০২-১৮ তারিখ দুপুর ৩:৪৫ মিনিটের মধ্যে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন