ইসলমী বিশ্ববিদ্যালয়ে ‘গ্রীন ব্যাংকিং: এ স্টাডি অন সিলেক্টেড কমার্র্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সভা কক্ষে এ সেমিনার অনুুষ্ঠিত হয়।
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার তত্ত্বাবধায়নে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার পিএইচডি গবেষণা করছেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার হাসানের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন।
সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার বলেন, ‘গ্লোবাল ওয়ামিং এর কারণে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এই বিপর্যয় থেকে রক্ষার জন্য ব্যাংক যদি গ্রীণ ওয়েতে তাদের কার্যক্রম পরিচালনা করে তবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সংঘটিত প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাব।’
এসময় উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. আব্দুল হান্নান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার, অধ্যাপক ড. জাকির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল