রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দ্রুত বিচারকার্য সম্পন্নের দাবিতে র্যালি ও শোকসভা করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিভাগের সামনে থেকে একটি প্রতিবাদ র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শোকসভায় অংশ নেয়।
শোকসভায় বক্তারা অধ্যাপক তাহের হত্যাকান্ডের হাইকোর্টের দেয়া বিচারের রায় নিষ্পত্তি করে দ্রুত কার্যকর করার জোর দাবি জানান। সভায় বক্তব্য দেন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকী। পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের পরিচালক ড. মো. সুলতান-উল-ইসলাম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. খন্দকার ইমামুল হক, একই বিভাগের অধ্যাপক ড. মো. হামিদুর রহমান. অধ্যাপক ড. মুশফিক আহমদ, অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রমুখ। এসময় বিভাগের দুই শাতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে অধ্যাপক তাহের আহমদকে বিশ্ববিদ্যায়লস্থ বাসভবনে হত্যা করে ম্যানহোলে ফেলে রাখা হয়। ২০০৮ সালে নিম্ন আদালতে এই হত্যা মামলার রায় হয়। ২০১৩ সালে হাইকোর্টে রায় বহাল থাকলেও বর্তমানে মামলাটির রায় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অপেক্ষমান রয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান