জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রথমবারের মতো আয়োজিত এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বলেন, এ ধরনের কর্মকান্ডে গ্রন্থচর্চার হার বাড়বে।
তিনি বলেন, বইয়ের মাধ্যমে মানুষ জ্ঞান লাভ করে, জ্ঞানের আলোয় নতুন পথের সন্ধান পায়, জীবনের সমৃদ্ধির পথে এগিয়ে যায়।
এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুলের(অনুষদ) ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান