জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স ও বিজনেস স্টাডিজ অনুষদে যথাক্রমে অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরকে আগামী দুই বছরের জন্য ডিন নিযুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদনে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে পরবর্তী জ্যেষ্ঠতম অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনকে ৪ ফেব্রুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য উক্ত অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া-এর স্থলাভিষিক্ত হয়েছেন। ইতোপূর্বে তিনি মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে পরবর্তী জ্যেষ্ঠতম অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরকে ৭ ফেব্রুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান-এর স্থলাভিষিক্ত হয়েছেন। ইতোপূর্বে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে ২০০৯-১১ পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম