বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, পুরান ঢাকার কোনো জায়গায় যদি বিএনপি সন্ত্রাসীরা নাশকতা চালায় তা প্রতিহত করবে ছাত্রলীগ।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের উদ্যেগে এক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান সোহাগ।
জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই জনগণের জানমাল রক্ষার্থে ছাত্রলীগ রাজপথে থাকবে।
এসময় জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, পুরান ঢাকায় কোনো অরাজকতা সহ্য করবে না জবি ছাত্রলীগ। ইতিপূর্বে সাংগঠনিক কর্মসূচি সফলতার সাথে পালন করে আসছে জবি ছাত্রলীগ। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম