জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অবস্থান নিয়েছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রলীগ।
এছাড়া রায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে আজ কোনও ক্লাস নেই। নেই কোনও সাধারণ শিক্ষার্থীও। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।
এদিকে রায় শুনতে মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাবেন। খালেদা জিয়ার আইনজীবী ছানাউল্লাহ মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। সকাল ১০টার দিকে খালেদা জিয়া বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। ১২০ কার্যদিবসের বিচারকার্য শেষ হয়েছে ২৩৬ দিনে। আত্মপক্ষ সমর্থনে গেছে ২৮ দিন। যুক্তি উপস্থাপন চলেছে ১৬ দিন। আর আসামি পক্ষ মামলাটির বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ আদালতে গিয়েছেন ৩৫ বার।
বিডিপ্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান