খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্ত-ডিসিপ্লিন টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা’১৮ শুরু হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। ২৩টি ডিসিপ্লিন ক্রিকেট দল ৮টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্টাল এবং ভাস্কর্য ডিসিপ্লিন অংশগ্রহণ করে। টসে জিতে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্টাল দল খেলতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন