জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের সময়সূচি ঘোষনাসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীপন্থী শিক্ষকরা। শুক্রবার বেলা ১০টায় জাতীয় প্রেসক্লাবে 'বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতগিশীল শিক্ষক সমাজ ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট' ব্যানারে শিক্ষকরা এই দাবি তোলেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত। সেশন জ্যামের অভিশাপে শিক্ষার্থীদের জীবন অতিষ্ট। প্রতিটি বিভাগে সেশনজ্যাম বেড়েই চলেছে। আবাসন সমস্যার কারণে শিক্ষার্থীরা পড়াশোনার মনোযোগ দিতে পারছে না। বিশ্ববিদ্যালয় এখন মাদকের অভয়ারণ্য। জাকসু না থাকায় শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি হচ্ছে না।"
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট, ৭৩ সমুন্নত রাখতে বর্তমান উপাচার্যকে অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের সময়সূচি ঘোষনার দাবি করেন।
সংবাদ সম্মেলনে শরীফ এনামুল কবির বলেন, গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৭৩ এর অ্যাক্ট সমুন্নত রাখতে ৩৯ জন সিনেটর উপাচার্য প্যানেল নির্বাচনের সময়সূচি ঘোষণা, জাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টি দাবি করলের বর্তমান উপাচার্য ফারজানা ইসলাম তাদের সবগুলো দাবি উপেক্ষা করে চলেছেন। শিক্ষক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন অগণতান্ত্রিক দাবি মেনে নেবে না বলেও জানান তিনি।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, সিনেট সদস্য মনোয়ার হোসেন, মেহেদী জামিল, সোহেল পারভেজসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল