প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকতে হবে।
শনিবার খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এনইউবিটি) ক্যাম্পাসে দিনব্যাপী ‘জব ফেয়ার’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বাজারে চাহিদা অনুযায়ী শিক্ষা দিয়ে তরুণদের তৈরি করতে হবে, যাতে লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে হতাশা কাজ না করে।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাধাধরা কারিকুলামের বাইরে সময়োপযোগী শিক্ষা প্রদানের সুযোগ বেশি থাকে। এছাড়া স্থানীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় থাকার ফলে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ আরও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, এনইউবিটি’র ভাইস চেয়ারম্যান ফয়সাল এম রহমান, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা এবং প্রফেসর ড. এমএমএ হাসেম।
দিনব্যাপী এ জব ফেয়ারে খুলনাঞ্চলের ৩০টি শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নেন। এতে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র শিক্ষার্থীরা ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েটসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেন।
মেলায় শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেন।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম