সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) দুইদিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মনির উদ্দিনের সভাপতিত্বে ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, অধ্যাপক ঋষিকেশ ঘোষ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী প্রমুখ।
পরে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উৎসবের শেষ দিনে রবিবার ক্যাম্পাসে সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম