ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার এ সংক্রান্ত অফিস আদেশে জারি করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
চবি সূত্রে জানা যায়, সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী গত বছরের ১৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর ফলে চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১৫ (এ) ধারা অনুযায়ী তাকে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চবি’র দক্ষিণ ক্যাম্পাসে নিজের বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গত বছরের ২৪ নভেম্বর চবির সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। তার আবেদনে গত ৭ অগাস্ট আদালত আসামিদের গ্রেফতার ও দেশত্যাগে নিষেধাজ্ঞারা জারি করে। এরপর গত বছরের ১৮ ডিসেম্বর আত্মসমর্পণের পর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠায় আদালত। ২১ ডিসেম্বর আদালতের অনুমতি পেয়ে শিক্ষক আনোয়ারকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন আনোয়ার হোসেন চৌধুরী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন