জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ইউনিট-১ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হওয়ার অভিযোগে এক শিক্ষিকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সেই শিক্ষকার নাম ড.ফেরদৌসী খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। এ ঘটনায় কলা অনুষদের ডীন ড.মোঃ আতিয়ার রহমানকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী একমাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। সোমবার ডেপুটি রেজিস্টার মোহাম্মদ জাহিদ আলম সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট-১ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হওয়ার অভিযোগ ও ড.ফেরদৌসী খাতুন এর দাখিলকৃত কারণ দর্শানোর নোটিশের জবাব সাংঘর্ষিক হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য কলা অনুষদের ডিন ড. আতিয়ার রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন অধ্যাপক ড. মোঃ শাহজাহান ও এডভোকেট রঞ্জন কুমার দাস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর