টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারসহ পাঁচজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিষ্কৃত অন্য নেতারা হলেন সহ-সভাপতি মো. ইমরান মিয়া, আদ্রিতা পান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসির আরাফাত।
বহিষ্কারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, পর্দাথবিদ্যা বিভাগের একজন ছাত্রী পরীক্ষায় ফেল করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উক্ত বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ড. আনোয়ার হোসেন ও মহিউদ্দিন তাসনিনের সাথে তর্কবিতর্ক করেন। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তাদের লাঞ্চিত করেন। শিক্ষক লাঞ্জিত হওয়ার প্রতিবাদে ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি ইমরান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও সহ-সভাপতি আদ্রিতা পান্নার বিচারের দাবি জানিয়ে ৫২ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট তাদের পদত্যাগ পত্র জমা দেন। পরে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল/ফারজানা