শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে সারাদিন সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ভোগান্তিতে পড়েছেন অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বৃষ্টিতে যানবাহন সংকটের ফলে অনেক শিক্ষার্থী সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। এসময় অনেকে কাকভেজা হয়ে হেটে হেটে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়। এছাড়া সব ধরনের যানবাহন নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করেছে বলেও অভিযোগ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ঢাকা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, বৃষ্টির জন্য কোন ধরনের যানবাহন না পাওয়ায় আমি সহ অনেকে পরীক্ষা কেন্দ্রে ভিজে ভিজে হেঁটে গিয়েছি।
শনিবার সকাল সাড়ে নয়টায় ৩৫ টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের এবং বিকাল আড়াইটায় ৫৩টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল