নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও জেলা সদর এবং বেগমগঞ্জ উপজেলার ২৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৩০টি বিষয়ে ১ হাজার ৩২০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৭০ হাজার ২৯৮ জন শিক্ষার্থী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল ও সদর উপজেলা পরিষদ। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, যাতায়াতের সুবিধার্থে যানবাহনের ব্যবস্থা ও তথ্য সেবাকেন্দ্র খোলা হয়েছে।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পরীক্ষার্থীদের সহায়তার জন্য জেলা শহরে তথ্য কেন্দ্র চালু করেছে।
সকালে জেলা প্রশাসক তন্ময় দাসকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য নোয়াখালী পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/ফারজানা