রাজধানীর ধানমণ্ডিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র মাহমুদ বিন আশরাফ প্রান্তের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৫/এ মেডিনোভা গলিতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে প্রান্তের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে দ্রুত নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জাবি দর্শন বিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র প্রান্তের বাবার নাম আশরাফুল আলম। তাদের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলায়।
ধানমণ্ডি থানার এসআই মোস্তফা কামাল জানান, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিট এবং ট্রান্সফরমার বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন