বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির রংপুর অঞ্চলের ফিজিক্স অলিম্পিয়াড দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডাচ বাংলা ব্যাংক ও দিনাজপুর সায়েন্স একাডেমি’র আয়োজনে এ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৯ রংপুর অঞ্চল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৯ রংপুর অঞ্চলএর সকল জেলা থেকে প্রায় ১২শত শিক্ষার্থী ৩টি জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার-সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশ গ্রহণ করে। শনিবার সকাল সাড়ে ৯টায় সংগীত গানের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হাবিপ্রবি’র কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ও দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি ড. বিকাশ চন্দ্র সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র রেজিষ্ট্রার প্রফেসর ড. সফিউল আলম, রংপুর বিভাগীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড এর কো-অর্ডিনেটর মোঃ জিয়াউল হক, সায়েন্স একাডেমি দিনাজপুর আঞ্চলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, আকরামুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তেব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। এ প্রতিযোগিতার মাধ্যমে তোমরা নিজেদের আরও শাণিত করবে এবং রংপুর অঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখবে এ প্রত্যশাই করি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর