৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। রবিবার সকাল থেকে নোয়াখালীর ভাটিরটেক চৌরাস্তা চৌমুহনী বাজার, হাতিয়ার আলী বাজার, হাতিয়া বাজারসহ বিভিন্ন সড়কে টায়ারে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে পরিবহন শ্রমিকরা।
এসময় তারা সড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান এবং বিক্ষোভ মিছিল করে। রিকশাসহ সবধরনের যান চলাচল বন্ধ রেখেছে আন্দোলনকারীরা।
পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল ব্যক্তিগত উদ্যোগে মোটরসাইকেল ও মাইক্রোবাস যোগে শিক্ষার্থীদেরকে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে পরীক্ষা কেন্দ্রে আনা নেয়ার ব্যবস্থা করেছেন। এছাড়া সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে ও শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে আনা নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ই’ এবং ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা