চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ সেশনের আগামীকালের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। হাটহাজারি রুটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য স্পেশাল বাস সার্ভিস থাকবে। এছাড়াও শাটল ট্রেন চলবে স্বাভাবিক নিয়মে।
রবিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ভর্তি কমিটির সাথে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, গতকাল বিকেল থেকে শিক্ষার্থীরা বিভিন্নভাবে ক্যাম্পাসে আসতে শুরু করেছে। আজকের পরীক্ষায় ২৫ হাজার শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ আবেদন করেছিল। সে হিসেবে আগামীকালের ভর্তিচ্ছু শিক্ষার্থী অর্ধেক চলে এসেছে। আমি বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করে দেখেছি সেখানে বিপুল পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি পরিলক্ষিত।
সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ এর কয়েকটি ধারাসহ ৮ দফা দাবিতে আজ থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক মালিকরা। এ নিয়ে চবিতে চলমান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে গতকাল রাতেই চবি উপাচার্য পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৮/আরাফাত