ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। রবিবার রাতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
একইসাথে ইবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- আল নাহিয়ান খান জয়, মো. শাকিল ভূইয়া ও জাহাঙ্গীর মঞ্জিল পিয়াস। তদন্ত কমিটিকে আগামী ১০ নভেম্বরের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে দলীয় কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্তাব্যক্তি বিভিন্ন সময়ে অভিযোগ করে আসছে। এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ার ফলে সাংগঠনিক কার্যক্রম স্থগিত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংসদ।
বিডি প্রতিদিন/ফারজানা