ভর্তি জালিয়াতি বিষয়ে অডিও ফাঁসের পর দুই জনের নাম প্রকাশ করার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে অন্য ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। সোমবার দুপুর ২টার দিকে বিশ^বিদ্যালয় চারুকলা অনুষদ এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্ত। সে মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত ও উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাউসার ইসলাম, ছাত্রলীগ কর্মী শামিম শিকদার, জুয়েল ও শুভ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চারুকলার একটি খাবার দোকান থেকে দুপুরে খাবার শেষে বের হলেই মোটর বাইকে করে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা আসে। এরপর তারেক হোসেন শান্ত নামের ওই ছেলেকে কাঠের চালা দিয়ে মারধর শুরু করে। পরে মারধরকারীরা বাইকে করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর মারধরের শিকার শান্তকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে মারধরের শিকার তারেক আহমেদ খান শান্ত দাবি করেন, ভর্তি জালিয়াতি নিয়ে হাসিবুল হাসান শান্ত, কাউসার তাকে ফাঁসানোর চেষ্টা করে। পরে একটি অডিও ফাঁস হয়। তা নিয়ে আমি সাংবাদিকদের কাছে শান্ত ও কাউসারের নাম প্রকাশ করি। এ ঘটনার জেরে দুপুরের খাবার গ্রহণের শেষে চারুকলায় অতর্কিত হামলা চালায় শান্ত, কাউসার, শামীম, শুভ, জুয়েলসহ আরও ১০-১৫ জন। আমাকে কাঠের চালা দিয়ে মারধর করে তারা।
রাবি মেডিকেল সেন্টারের অর্থোপোডিক্স বিভাগের ডাক্তার এস এম আসজাদ হাসান আশরাফ জানান, 'তার পায়ের মাংস থেঁতলিয়ে গেছে। বাকী সব স্বাভাবিক আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রামেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাসিবুল হাসান শান্ত মারধরের বিষয়টি অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকদের কাছে একটি ব্রিফ নিয়ে তার কাছে জানতে চাইছিলাম কেন আমাদের নাম বললেন? এ ঘটনায় হাতাহাতি হয়। কোন মারধরের ঘটনা ঘটেনি।
এর আগে, গত ১৩ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির চুক্তি নিয়ে সাংবাদিকদের হাতে আসে একটি অডিও। সাংবাদিকদের অনুসন্ধানে দেখা যায় মারধরের শিকার তারেক আহমেদ খান শান্ত সেই অডিও এর সাথে জড়িত। এরপর জানতে চাইলে তারেক আহমেদ খান শান্ত ওই দুই ছাত্রলীগ নেতা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে দাবি করেন। সেই ঘটনার জেরে এই ছাত্রলীগ নেতাকে মারধর করা হলো।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৮/মাহবুব