জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চবি ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে তারা মিছিল বের করে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়। তবে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়। এ মহান নেতার প্রত্যাবর্তন না হলে দেশ আরেকটি যুদ্ধের দিকে যেত। তার আগমনে একটি আসন্ন সংকট থেকে দেশের উত্তরণ ঘটে। বাঙালি জাতির ত্রাণকর্তা হিসেবেই জাতির জনকের এ প্রত্যাবর্তন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাইদ, তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন