জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হয়। পরীক্ষায় পাসের হার ৯৪.২৭ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, সারা দেশের ১ হাজার ৮১৫টি কলেজের মোট ৬৯৩টি কেন্দ্রে ২ লাখ ২২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/results থেকে এবং যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৯/আরাফাত