ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অধ্যাপক ড. মোসা. সালমা সুলতানা।
রবিবার সাড়ে এগারটার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনে বিভাগীয় সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লুর স্থলাভিষিক্ত হয়েছেন।
বিভাগীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২ জানুয়ারি তৎকালীণ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে তিন বছরের জন্য সভাপতির দায়িত্ব দেন। এ বছরের ২জানুয়ারি তিনি তার তিন বছরের মেয়াদ পূর্ণ করেন। রবিবার তিনি নতুন সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
বিভাগের অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভুইয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমান জোর্দ্দার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. রেজওয়ানুল হক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. মামুনুর রহমান, প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন