রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৮-২০১৯ সেশনে ভর্তিকৃত নবীনদের আবাসিক হলে অপ্রতুল আবাসন ব্যবস্থার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নবাব সিরাজউদ্দৌলা হল ও শেরেবাংলা হলে নবীনদের আবাসন ব্যবস্থা সহনীয় হলেও কবি কাজী নজরুল ইসলাম হলের অবস্থা বেহাল। হলে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় নবীনদের থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসি ভবনে।
ভর্তির দিন থেকে শেকৃবি টিএসসিতে অবস্থানরত কবি কাজী নজরুল ইসলাম হলের নবীনদের একাংশকে সোমবার টিএসসি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে নবীনরা দুপুর ১ টায় নজরুল হলের বারান্দায় ও প্রভোস্ট কক্ষের সামনে তাদের বিছানাপত্র নিয়ে অবস্থান নেয়। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১ টায় উপাচার্য, উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ১০-১৫ জন টিএসসিতে এসে সেখানে অবস্থানরত সবাইকে ১ ঘণ্টার মধ্যে টিএসসি ছাড়ার নির্দেশ দেয়া হয়। এর পেছেনের কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, এলামনাই এসোসিয়েশনের কক্ষের তালা ভাঙা ও এর ভেতরের মালামাল নষ্ট ও চুরি করার অভিযোগ করে তাদেরকে টিএসসি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কারা এ কাজের সাথে জড়িত তা শিক্ষার্থীরা জানাতে পারেননি।
এ ব্যাপারে উপ-উপাচার্য ড. মো.সেকান্দার আলী বলেন, টিএসসিতে অবস্থানরত শিক্ষার্থীরা এ ভবনের অনেক সম্পদ বিভিন্নভাবে ব্যবহার করে আসছিল এবং এলামনাই এসোসিয়েশন কক্ষের কিছুটা ক্ষতি হওয়াতে তাদের টিএসসি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট হল প্রভোস্ট ড. মো. সাইফুল ইসলাম ভুঁইয়া'র সাথে কথা বললে তিনি জানান, আপাতত জরুরি ভিত্তিতে ভুক্তভোগী শিক্ষার্থীদের স্থায়ী সমাধান না থাকায় প্রশাসনের সাথে কথা বলে তাদের আবার টিএসসিতে পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যে আবার মিটিং করে একটা স্থায়ী সিদ্ধান্তে আসা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল